Empowered Women, Empowered Nation
Empowered Women, Empowered Nation -
A simple line that every man must understand,
To make their nation stand
We always glorify men and discriminate against women
Why is it so ? Why do we see them as our foe ?
Why do we fail to realize that a mother who –
Can rock the cradle can also rock the world ?
Why are we forgetting Rani Laxmibai –
Who has long ago bade us goodbye ;
How bravely did she fight, until Sir Hugh-Rose
Brought an end to her life.
Why do we compel them to do so much labour,
When they do us so much favour.
Why are we holding them back ?
While we are facing the world,
Blind folded with our back.
Why is it so that the one who we worship-
As Goddess, hardly find in the society –
A pinch of goodness ?
There are so many questions to answer,
But unfortunately all remain unanswered.
We just need to change our path.
And start thinking about the present
And plan for the future.
It’s high-time that we realize –
We can make our future shine by keeping
In our recollection just one line-
‘Empowered Women means Empowered Nation’
Photo courtesy of Somenath Rudra
Photo courtesy of Malabika Chanda
Photo courtesy of Bipasha Datta
আজও ; একবিংশে !
প্রথম কবিতা লিখেছি যখন বয়স আমার সাত,
এগারো বছরে পার করে গেছি বহু দিন বহু রাত |
বুঝেছি কবিতা নেই শুধু আর পাহাড় সাগর বনে
আসল কবির খোরাক লুকিয়ে জটিল মানব মনে !
সেই মনে আজ বিঁধল এসে এক নতুন চিন্তাবাণ,
পুরুষ-নারী ঠিক কতখানি এক হৃদ এক প্রাণ?
আমি নারীবাদী | তবে এ কবিতা শুধু তাই নিয়ে নয় |
এ পৃথিবীতে পুরুষ জাতিও কী নিঃক্লেশ, নির্ভয় ?
পুরুষ ও নারী যে একই species-এর মানে আজ কটা দেশ ?
co-ed school এও classroom এ হয় আলাদা আলাদা place |
"ছেলেবন্ধু" / "মেয়েবন্ধু" - শুধু "বন্ধু" বললে হবেনা |
প্রেমিক-প্রেমিকা বনা ছাড়া নাকি সে বন্ধুত্ত রবেনা |
আলাদা সাবান, fairness-cream, shampoo, perfume-set,
Gents আর Ladies P.G./Hostel এর আলাদা আলাদা rate |
Film-Serial চলবে না যবে স্বামীরা করবে রান্না,
"Ladies" ডাকছে সে ছেলে কে যার দুঃখে বেরোয় কান্না |
বরেরা বাজার করবে, রাঁধুনি বৌ লিখে দেবে লিস্টি,
উল্টোটা নয় | সংবিধানে দেয়া আছে সে ফিরিস্তি ?
পিতারূপে তার সদ্যোজাতকে পালন করলে ছেলে,
একবাক্যে তার কপালেতে "স্ত্রৈন" তকমা মেলে !
মেয়েরা যখন bat-ball খেলে, gallery পুরোই ফাঁকা,
IPL এর cheergirl দের পেছনে ঢালব টাকা |
চারিদিক ছেয়ে আছে ধর্ষণ, নির্যাতনের খবরে,
যে পুরুষ যায় প্রতিবাদে তাকে পাঠাও চিতায়, কবরে!
আজও আমরা বেঁচে আছি হয়ে ভিন্ন আকাশে তারা,
মানবজাতির মাঝে অটুট এক লিঙ্গপ্রভেদী কারা |