মূলত কোচবিহারের কচি কাঁচা দের হাত ধ'রে এই e-কলমের পথ চলা শুরু। তবে আমরা চাই আট থেকে আশি সবাই এগিয়ে আসুক। যেখানে যা কিছু অন্যায়- প্রতিবাদ উঠুক e-লেখনীর মাধ্যমে, মনের কোণে ঘনিয়ে ওঠা মণি মাণিক্য চোখ ধাঁধিয়ে দিক সবার। আশা - ভালবাসা -গৌরব - হতাশা, দুঃখ আবেদন - আসুন সব দিয়ে সাজিয়ে তুলি আমাদের e -পত্রিকা।
অমৃতের পুত্র আমরা, ভুলতে বসেছি অমৃত বাণী। মানুষের পাশে দাঁড়ানো আজ বড় প্রয়োজন, মানুষ বড় অসহায়। হানাহানি... অবিশ্বাস... নিষ্ঠুরতা... মৃত্যুর মিছিল... দীর্ঘশ্বাস...। জীবন থেকে হারিয়ে যাচ্ছে নৈতিকতা, মূল্যবোধ। হারিয়ে যাচ্ছে ভালবাসা, জন্মভূমির প্রতি নাড়ির টান। ধ্বংসের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েই চলেছে। প্রকৃতিও যোগ দিয়েছে এই উন্মত্ততায়। স্বার্থপরতার খোলস ছেড়ে বেরিয়ে এসে হাত বাড়িয়ে দিতে হবে মানুষের দিকে - মানুষ বড় কাঁদছে। এই e-পত্রিকাই হোক তার বাহন।
শুভ বুদ্ধি জাগ্রত হোক। ভালবাসা সহ।
Photo by Somenath Rudra