Cooch Behar Chronicles 2013 Issue | Page 56

The other day on my way to Siliguri I caught a glimspe of the face of a long lost friend in a sea of unknown faces. স্মৃতির দেওয়াল থেকে উঠে এলো ৮০র দশকের প্রথম দিকটার একটি দিনের কথা। সাল টা আজ আর সঠিক ভাবে মনে করতে পারছিনা। আমরা Unknown Clubএর মেম্বার রা কোচবিহার স্টেডিয়ামে দাঁড়িয়ে ছবিটি তুলেছিলাম।

বাড়ি গিয়ে অনেক গুলো অ্যালবাম ঘেঁটে ছবিটি খুঁজে পাই। একটি একটি করে পুরনো বন্ধুদের মুখগুলো চোখের সামনে ভেসে উঠলো। পুরনো দিনের নানা স্মৃতি মনের অলি গলি বেয়ে রাজপথে এসে দাঁড়ালো। রাসমেলা মাঠ সংলগ্ন এই ক্লাব ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে থেকেই ক্রিকেট ও ফুটবল খেলায় বহুবার বহু ট্রফি জিতেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। সেই রকমই একটি লিগে আমরা চ্যাম্পিয়ন হবার পর এই ছবিটি।

একদিন যাদের সঙ্গে একসাথে খেলে লীগ জয়ী হয়েছিলাম তাদের অনেকের সাথেই আজ আর কোনো যোগাযোগ নেই।

আজ বহুদিন পর আমার সেই nostalgic মুহূর্ত টি e-মাগাজিনের পাতায় share করলাম।বন্ধুরা... কেমন আছ...?

Photo courtesy of Somenath Rudra

NOSTALGIA