Cooch Behar Chronicles 2013 Issue | Page 47

মোহভঙ্গ

অনেক ঘাটে ঘুরে ঘুরে

অনুজ্জ্বল তোমার কাছেই ফেরা-

ছিল কি শেষ সমর্পণ!

গ্রাম বাংলার মেয়ে!

রাজপথের মার্কারি আলোয়

ফর্সা উজ্জ্বল হাতেদের

সাদা আশ্বাসে ঘন আলাপন!

ছিল বুঝি যৌবনের প্রথম প্রহর

লাল নীল হলুদ কাচ ঘরে

সোনালী মেয়েদের সাথে

উষ্ঞ শরীরী উৎসব

শুধুই কি ছিল পুতুলখেলা-

মোহভঙ্গ উপসংহারে?

এক অঙ্গীকার থেকে

আর এক উচ্চ অঙ্গকারে

শুধু সিঁড়ি ভেঙ্গে ওঠা;

শীলিত বিনুনীগুলির

মিথ্যা শিল্পের লোভে-

তোমার নিরাভরণ হাতে

কী সত্য প্রলোভন ছিল-

যাতে মাথা কুটেও মরা যায়

নীল মৃত্যুরও শর্তে!

Photo courtesy of Somenath Rudra