Cooch Behar Chronicles 2013 Issue | Page 23

KNOW YOUR TOWN

সাগর দীঘি

সাগর অর্থাৎ সমুদ্র, আর দীঘি সে তো নিতান্তই একটি জলাশয়। সমুদ্রের বিশালতার সাথে দীঘির ক্ষুদ্রতার তুলনা কি সম্ভব ? কি জানি হয়ত বা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের ক্ষুদ্র জ্ঞানের পরিসীমাকে অতিক্রম করে তা কোনো অজানা শিল্পীর সৃষ্টিতে সম্ভব। তাই হয়তো সেই বিশালতা ও ক্ষুদ্রতার মেল বন্ধন ঘটিয়েছে 'সাগর দিঘি' নামটিতে। সাগর দিঘিকে না তো জলাশয় বলা যায়, না দীঘি। এটি একটি আশ্চর্য জলীয় সম্পদ।

কোচবিহারবাসীদের সারল্য, আন্তরিকতা, স্নেহ , বিশ্বাস ও স্বভূমির প্রতি অগাধ ভালবাসা সাগর দীঘির জলকে গভীর থেকে গভীরতর করে তোলে।

এই অদ্ভূত জলাশয়টির চারদিকের চারটি ঘাট যেন এই সম্পদটির চারটি কঠিন শক্তিশালী প্রহরী , যারা এই ঘাটটিকে আষ্টে-পৃষ্টে রক্ষা করছে। দীঘির পশ্চিম দিকের প্রাচীনতম শিব মন্দিরটি এই স্থানটিকে দৈব বাতাবরণে ভরে তোলে। সাগর দীঘি কোচবিহারের সেই স্নেহপ্রবন হৃদপিন্ড, যাকে ছাড়া কোচবিহার কেবল ইঁট-কাঠ-পাথরের তৈরী প্রাণহীন একটি শহর, যাতে প্রাণসঞ্চার করে এর মাঝখানের এই তুলনাহীন সাগর দীঘি ।

এই দীঘিটিই দিনের চারটি সময়ে চার রকম বিভিন্ন অপরূপ সাজে সেজে ওঠে। সূর্যোদয় হতে না হতেই সুর্যের প্রথম কিরণ এই জলের ওপর হীরের দ্যুতির ঝলক দিয়ে ওঠে। প্রত্যেকটি স্তম্ভে বেজে ওঠে শান্তিময় সুরে মাখা রবীন্দ্র সংগীত। এর থেকে ভালো প্রাতঃভ্রমনের স্থান সারা বিশ্বে দুর্লভ। তাই এই ছোট্ট শহেরের সীমিত সংখ্যক প্রাতঃভ্রমনকারীরা বেরিয়ে পরে এর চার দিকের সৌম্য সুন্দর আবহাওয়া উপভোগ করতে। বেলা বাড়তেই এই শহরের ব্যস্ততার সাথে সাগার দীঘিও ব্যাস্ত হয়ে ওঠে। এর চারদিক জুড়েই এই শহরের সবচেয়ে কেজো কর্মস্থানগুলি অবস্থিত।বিকেলের রক্তিম আভা এর জলে পড়তে না পড়তেই এই দীঘির চার দিক ভরে যায় কচি কাঁচাদের কলরোলে আর জলে তাদের কচি হাত পায়ের ছপাৎ ছপাৎ শব্দে। বেলা যত ঢলে পরে, দীঘির জল যেন তত মোহময় হয়ে ওঠে। তারা খচিত কালো আকাশ আর তার নীচে আলোর মালায় সুসজ্জিত সাগর দীঘির কালো জল। এর চার দিকে অবস্থিত কর্ম স্থান গুলির আলো এই দীঘির জল কে আলোকিত করে তুলতে কোন ত্রুটি রাখে না। তখন এই রাতের সাগর দীঘি যেন আরো মায়াবী হয়ে ওঠে। শীতে এই সাগর দীঘির আরো একটি বৈশিষ্ট্য এর রূপ কে আরও মোহময় করে তলে। ঠিক মধ্য শীতের কুয়াশায় চোখে পরে এর জলের ওপর অজস্র পরিযায়ী পাখিদের সমাবেশ। আর শীতেই তো আমাদের ঐতিহ্যময় কোচবিহার ভরে ওঠে touristদের ভীড়ে। আর কোচবিহারের আকর্ষণীয় স্থল হিসেবে সাগর দীঘির অবদান যে অপরিসীম সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। স্বচক্ষে একে প্রত্যক্ষ না করলে অজানা থেকে যায় সাগর দীঘির গভীর জলে স্থীর ও গভীর দৃষ্টি তে চেয়ে থাকা কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়নের প্রস্তর মূর্তির ইতিহাস।

সৃজিতা রায়