Cooch Behar Chronicles 2013 Issue | 页面 21

Photo by Soumyadip Chakraborty

WHAT'S HAPPENING

পুরীর জগন্নাথদেবের রথযাত্রার ন্যায় কোচবিহারের শ্রী শ্রী মদনমোহন দেবের রথযাত্রাও বহু প্রাচীন।শ্রী শ্রী মদনমোহন দেব রথে আরোহণ করে গুঞ্জবাড়ীতে তাঁর মাসির বাড়িতে গমন করেন।রথের দিন মদনমোহন বাড়ি হতে গুঞ্জবাড়ি পর্য্যন্ত পথের দুই ধারে অগণিত ভক্তবৃন্দ ও দর্শনার্থী রথদর্শন ও রথের দড়ি স্পর্শ করার জন্য দন্ডায়মান হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেন।রথারূঢ় মদনমোহনের উদ্দেশ্যে চিনি কলা,লটকা ইত্যাদি ছুঁড়ে ভোগ নিবেদন করেন।ছোটবেলায় রথের মেলায় গিয়ে এই চিনি কলা প্রসাদ সংগ্রহের কথা মনে পড়লে এখনো খুব নস্টালজিক হয়ে পড়ি।রথযাত্রা উপলক্ষে গুঞ্জবাড়িতে বিরাট মেলা বসে।মদনমোহনদেব সাতদিন মাসির বাড়িতে অবস্থান করেন।সাতদিন সেখানেই মদনমোহনের সেবা-পূজা,ভোগ,আরতি ইত্যাদি অনুষ্ঠিত হয়।অষ্টম দিনে মদনমোহনজীউর উল্টোরথ অনুষ্ঠিত হয়-মদনমোহনজীউ নিজধামে ফিরে আসেন।

বর্তমানে কোচবিহারে মদনমোহন জিউর রথ ছাড়াও গৌড়ীয় মঠ,গোবিন্দ বাড়ীর রথ এবং ইস্‌কনের রথযাত্রা শহর পরিক্রমা করে।উক্ত রথযাত্রা গুলিতেও বহু দর্শনার্থী ও ভক্তবৃন্দের সমাবেশ হয়।এবার সর্বপ্রথম ইস্‌কনের বর্ণাঢ্য রথযাত্রা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ করেছে।