Taiwan Probashi Puja Edition, 2019 | Page 15
Taiwan Probashi: Puja, 2019
িনরািমষী আলুরদম:
উপকরণ :
১. আলু - ৫০০ াম
২. আদাবাটা - ২ টিবল চামচ
৩. তজ পাতা - ৩/৪
৪. গাটা িজের - ১ টিবল চামচ
৫. কাঁচা ল া - ২/৩
েয়াজন মতন)
৬. টেমেটা বাটা - ৪ চামচ
৭. টেমেটা কচাপ - ২ টিবল চামচ
৮. িঘ – ১ /২ টিবল চামচ
৯. এলাচ - ৩/৪
১০. অিলভ অেয়ল (পিরবেত সরেষর তল ও ব াবহার করা যেত পাের)- ৪/৫ টিবল
চামচ
১১. ধেনপাতা - আ াজ মতন এবং গািনিশং এর জন আলাদা কের রাখেত হেব )
১২. নুন - াদ অনুযায়ী
১৩. িচিন - ১ /২ টিবল চামচ ( াদ অনুযায়ী)
১৪. হলুদ - ২ চামচ
ণালী :
● আলুটােক থেম স কের িনেত হেব। এমন ভােব করেত হেব যােত পুেরাপুির স না হয়। কারণ রা া করার সময় একটু স হেবই। আলু
স হেল খাসা ছািড়েয় িনেত হেব।
● একটা কড়াইেত বা াইং প ােন তল গরম করেত হেব। তারপর গাটা িজের, তজ পাতা আর এলাচ িদেত হেব।
● এরপরই আদাবাটা, টেমেটা বাটা, হলুদ িদেয় িদেত হেব।
● িকছু ন নেড় িনেয় তারপর িচিন ও কাঁচাল া িদেত হেব াদ অনুযায়ী। মশলাটা ভােলা কের ভাজা ভাজা হেল স আলুটা িদেয় িদেত
হেব।
● এরপর পুেরাটা ভােলা কের কষেত হেব। কষােনা হেয় গেল আ াজ মতন জল এবং নুন ( াদ মত ) িদেত হেব। এটা কেনা অথবা ঝাল
ঝাল করা যােব পছ অনুযায়ী ।
াদটা আেস ।
● নামােনার আেগ টেমেটা কচাপ-টা িদেয় একটু নাড়াচাড়া কের িনেত হেব, যােত একটু টক ঝাল িমি
● এরপর একটু িঘ আর ধেনপাতা িচ িদেয় গরম গরম পিরেবশন করেত হেব।
---- Recipe by: Sangita Basu ( New Taipei City )
Invasion by Aliens
Drawn by: Snehit Basu ( 7 Years ),
New Taipei City
13