Stabak 2012 sharodiya edition | Page 80

অবাক িবার েত শির! উঁৈু খ্ািা োিাদির োদয় এেন শির দয দকেন কদর চতরী কদরলেল ইংকারা, দক যাদন! এখ্নও ঠিক আদের েতই রদয়দে সূযব েলের – দযখ্াদন লেদনর লবদশে সেদয় এক উঁৈু োথদরর ৈূ িার োয়া দেদখ্ চবজ্ঞালনকরা বুঝদত োরদতা সূযব এখ্ন েৃলথবীর দকান দোলাদধব আদে। আোদের দেদলোনুে োইদের খ্ুব উৎসাি তাদের শিরটাদক ভ্াল কদর দেখ্াবার যদনে। আলে ভ্াো দৈারা োথদরর লসঁলি লেদয় ওেদর উ দত ৈালিনা দেদখ্ দস লনদয় দেল নীৈু লেদয় একটি অংদশ, দসখ্ান দথদক েলরষ্কার দেখ্া যাদি শিরটি। দেখ্লাে বদস আদেন কদয়কযন আদেলরকান বৃে ও বৃো। বুঝলাে এরা আোলর েত ভ্য় দেদয়দেন ওেদর দযদত! েুগ্ধ িদয় দেখ্লাে এ শির। ইংকাদের বুলে আর সািদসর সলতেই তু লনা দনই! েদশা সাতদশা বের আদে তারা দয Engineering এ এত উন্নত লেল তা দেদখ্ লবস্ময় যাদে আোদের েদতা এ যুদের দলাদকর। তাও দতা এ শির ধংসস্তুে, কত লকেু িালরদয় দেদে লৈরলেদনর যদনে! ইউদরালেয়ানরা স্বীকার করদত বাধে িদয়দে দয ইংকারা তাদের দৈদয়ও অদনক উন্নত লেল ইলিলনয়ালরং-এ। োিালি ঝণবার উের দসতু র বেবিার এবার বলল আর একটি শিদরর কথা। তার নাে লেল El Dorado। দশানা যায় এ শিদর দসানা োনা লুলকদয় দরদখ্লেল ইংকারা। এ শির সম্বদন্ধ অদনক লকংবেলন্ত প্রৈললত আদে। আন্তযালতক েযবেটকর