Cooch Behar Chronicles 2013 Issue | Page 34

“মা” কে

জন্ম দিলে আমায় ; তোমারও নব জন্ম হল।

মা হ’লে তুমি ! কত সুখী !

কষ্ট কি পেলে না মাগো ?

সৃষ্টি- সুখের মাতন ? নাকি সৃষ্টির যন্ত্রণা ?

হায় ! মাতৃত্বের সুখ কত বড় ?

এত যন্ত্রণাকেও অস্বীকার করা যায় !

তারপর বেড়ে ওঠা।

পলেপলে বড় হওয়া…আত্মজাকে জড়িয়ে সুখের সাগরে ভাসা…

দুঃখ কি ছিলনা মাগো ? আশঙ্কা ? ভয় ? স্বস্তি কি ছিল মনে ?

তবুও সুখ ? …ভালবাসা কত বড় ?… কত বড় ?

এত ভয়কেও জয় করা যায় ?

সুখের আশায় বাতাসের মুখে আড়াল ক’রে

প্রদীপ- শিখা কে বাঁচিয়ে দিলে মাগো !

সে প্রদীপ দেয় শুধু আলো ? দেয় নাকি জ্বালা ?

হেঁসেল-ঠেলা মা আমার ! কিচ্ছুটি জাননা !

অভিযোগ নেই , অভিমান থাকলেও বুঝতে দাওনি কখনো !

আমাদের পৃথিবীটা পৌঁছে গেল কোথায় !

আর তুমি ?

পা-পোষের মত নিচেই রইলে প’ড়ে

শুধু সুখ দেবার জন্য ; নেবার জন্য নয় !

অথচ এমন তো হওয়ার কথা ছিলনা মাগো !

তুমি যদি সইলে এত, নামলে গলা জলে-

আমি কেন পারিনা মা পা টুকু ভেজাতে !

আজ দেখি প’ড়ে আছ বিছানায়

চলৎশক্তি হীন, সুখের আশাও মরে গেছে কবে !

চোখ দুটো শুধু জেগে থাকে

সতর্ক হয়ে ওঠে পেলে পায়ের শব্দ !

বাঁচতে চাওনা ; তবু বাঁচতে হয় অন্যের ভরসায় ।

আমার যে সময় নেই মাগো তোমাকে দেখার !

কত কাজ প’ড়ে আছে এলে-বেলে , অদরকারী…

সব কিছুরই সময় হবে ; কষ্ট ক’রেও সময় দেব

শুধু সময় হবেনা তোমার কাছে আসার !

তুমি যে মা ! অস্বীকার তো তোমাকেই করা যায় !

“বালাই ষাট ! মেয়েটাকে ভাল রেখো ঠাকুর !

ওযে বড় অসহায়” !

কেন মাগো ? ভাবো…নিজের কথা ভাবো এবার…

সুখের মুখে উড়িয়ে দিয়ে ছাই ।

আজ দেখি প’ড়ে আছ বিছানায়

চলৎশক্তি হীন, সুখের আশাও মরে গেছে কবে !

চোখ দুটো শুধু জেগে থাকে

সতর্ক হয়ে ওঠে পেলে পায়ের শব্দ !

বাঁচতে চাওনা ; তবু বাঁচতে হয় অন্যের ভরসায় ।

আমার যে সময় নেই মাগো তোমাকে দেখার !

কত কাজ প’ড়ে আছে এলে-বেলে , অদরকারী…

সব কিছুরই সময় হবে ; কষ্ট ক’রেও সময় দেব

শুধু সময় হবেনা তোমার কাছে আসার !

তুমি যে মা ! অস্বীকার তো তোমাকেই করা যায় !

“বালাই ষাট ! মেয়েটাকে ভাল রেখো ঠাকুর !

ওযে বড় অসহায়” !

কেন মাগো ? ভাবো…নিজের কথা ভাবো এবার…

সুখের মুখে উড়িয়ে দিয়ে ছাই ।