BUET '15 batch entrance day magazine 1 | Page 97
k‡ãi SsKvi
মহাপুরুে
ভমলহেী হাসান , ME
ভেল সছোম ভ াো জানাোয় একরাশ ঘন কালো চুে,
এেং সিগ্ধতায় পসরপূর্ এক
ানা মু -
সকংো ভেল সছলেম রািার ভমালড় োুঁড়ালনা ভেসমলকর ক্লান্ত োসস েৃটষ্ট,
সনেদ্ধ আমারই ভেসমকার সেলক।
এেং ঘন কাশেলনর আড়ালে উলড় ভেড়ায় এক েুকলরা শাড়ীর আুঁচে-
ভকমন জাসন ভচনা মলন হয়,
ভচলয় ভেস নেীর যালর েলস আলছ আমারই নব্বন্দনী,
পালশ ভসসেলনর ভসই ক্লান্ত ভেসমক।
এসেলক আলগ্নয়সগসরর অগ্নুেৎপালতর মত ভযলয় আলস অসশষ্ট জনতা-
হালত েোকাডণ আর মুল অস্ফুে কো,
"ভেম চাই "ভলাগালন মু সরত পাড়ার ময়োন;
ভচাল মুগ্ধতা সনলয় তাসকলয় োসক, ভেহমন সশহসরত কলর ভসই উোি আহ্বান।
আসম মহাপুরুে-
মহাকালের গলেণ সেসেলয় যায় সমি অনুেূসত,
সকন্তু সেনলশলে আলেলগর জয় হয়-
ক্লান্ত ভসই ভেসমলকর পালশ ভহুঁ লে ভেড়ায় আমারই সেগত ভেসমকা;
আসম ভচলয় ভেস ।
ভচাল মুগ্ধতা ভনই-
আলছ ফাুঁপা ভকান সেস্মৃসত।
েহুকাে পর-
শুনলত পাই তালের চারহাত এক হে েলে,
সকন্তু আসম আসমই রলয় ভগোম।
91