BUET '15 batch entrance day magazine 1 | Page 27

Aí¯^í Mí
Aí¯^í Mí
সময় তু ষাজরকাগুদ্দলা আকাদ্দর জিজভন্ন িদ্দলও জনজদঘষ্ট িযাজমজতক আকৃ জতর িয় । ককাদ্দনা একটা িস্তুদ্দতও পরমাণুগুদ্দলা জনজদঘষ্ট িযাজমজতক সজ্জা কমদ্দন জিনযে থাদ্দক । এখন প্রশ্ন িদ্দি, প্রকৃ জতর মাদ্দে গজণত এদ্দতা প্রিল ককদ্দনা? এোড়াও জিজভন্ন প্রাকৃ জতক র্টনাগুদ্দলা গাজণজতক জনয়ম কমদ্দনই িা িয় ককদ্দনা? সিজকেু এদ্দতা জনখুুঁতভাদ্দি জমলদ্দে কীভাদ্দি? জিিতঘন িদ্দত িদ্দত গজণত শ্াস্ত্রটা এদ্দতা জিেৃত িদ্দয় কগদ্দলও ককাদ্দনা জকেুদ্দত একটু ও গড়জমল কনই । তদ্দি কী এমন জকেু একটার অজেত্ব আদ্দে যা প্রকৃ জতর সি গজণত জনয়ন্ত্রণ কদ্দর, প্রকৃ জতর প্রদ্দতযকটা গাজণজতক িযাপাদ্দরর সমন্বয় কদ্দর? সমগ্র মিা িগদ্দতর কী গজণত ককদ্দের মদ্দতা জকেু থাকা সম্ভি? িয়দ্দতািা সম্ভি । যজদ তাই কথদ্দক থাদ্দক তািদ্দল তাদ্দক কির কদ্দরই োড়দ্দি িদ্দল জঠক কদ্দর কফলদ্দলা মাস্টার । িাদ্দন না কীভাদ্দি করদ্দি । জকন্তু তারপরও কচষ্টার ত্রুজট রাখদ্দি না ।
িারান মাস্টার এরপর পূদ্দণঘাদযদ্দম কাদ্দি কলদ্দগ পড়দ্দলা । কতালপাড় কদ্দর কফলদ্দলা মজেে । েড় চালাদ্দলা গজণদ্দতর রাদ্দিয । অংক কদ্দর কদ্দর খাতার পর খাতা ভজতঘ কদ্দর কগদ্দলা । উদাসীন িদ্দয় রইদ্দলা নাওয়া খাওয়ার িযাপাদ্দর । মাথায় শুধু র্ুরপাক কখদ্দত লাগদ্দলা গজণত ককে আর গজণত ককদ্দে কযাগ স্থাপন করার উপায় কী িদ্দত পাদ্দর তা ।
প্রায় দু’ মাস কচষ্টার পর সফল িদ্দলা মাস্টার । গজণত ককদ্দের সাদ্দথ কযাগ স্থাপদ্দনর সমাধানসি সমীকরণ জনণঘয় কদ্দর কফলদ্দলা । মাস্টাদ্দরর সাদ্দথ সাদ্দথ কলখদ্দকরও িানা িদ্দয় কগদ্দলা সমাধান । এরপর মাস্টার তার এই কাদ্দির খাতাগুদ্দলা যত্ন কদ্দর একটা িাদ্দি তু দ্দল রাখদ্দলা । পৃজথিীদ্দক িানাদ্দনার িযাপাদ্দর তার কতমন একটা আগ্রি কনই । কস কাি কদ্দর তৃ জি কপদ্দয়দ্দে, এটাই তার কাদ্দে িড় । আর তাোড়াও, কাি করার সময় কস কিশ্ অদ্ভুত একটা িযাপার লক্ষয কদ্দরদ্দে । মাদ্দে মাদ্দে মাথা জেম জেম করদ্দতা তার । জকেু কণ্ঠস্বর শুনদ্দত কপদ্দতা কস । জফস জফস কদ্দর কী কযদ্দনা িদ্দল কণ্ঠগুদ্দলা । মদ্দন িয় তাদ্দক ডাদ্দক, ককাথাও জনদ্দয় কযদ্দত চায় । স্বদ্দের মাদ্দেও িযাপারটা চলদ্দে । অদ্ভুত সি রং, কণ্ঠস্বর, আওয়াি তার স্বদ্দের মাদ্দে চদ্দল আদ্দস । মাদ্দে মাদ্দে মদ্দন িয় কিশ্ স্পষ্টই কদখদ্দত পায় কস, সিজকেু একদম পজরোর িদ্দয় আদ্দস । জকন্তু কী কদখদ্দত পায় তা আিার ভু দ্দল যায় র্ুম কথদ্দক িাগার সাদ্দথ সাদ্দথই । তার কাদ্দে মদ্দন িয়, কস িয়দ্দতা গজণত ককদ্দের আভাস পাদ্দি । ওরা... আিা‘ ওরা’ িলা কী জঠক িদ্দি? িযাুঁ, িলা কযদ্দত পাদ্দর । অদ্দনকগুদ্দলা কণ্ঠ শুদ্দনন
িদ্দলই কতা মদ্দন িয় । ওরা তার সাদ্দথ কযাগাদ্দযাগ করার কচষ্টা করদ্দে । ওরাই িয়দ্দতা তাদ্দক ওদ্দদর সাদ্দথ কযাগাদ্দযাদ্দগর সমীকরণ-সমাধান জনণঘদ্দয় সািাযয কদ্দরদ্দে । তািদ্দল িযাপারটা ওদ্দদর িাদ্দতই কেদ্দড় কদয়া যাক । কদখা যাক কী িয় ।
মাস্টার এসি ভািদ্দলও কলখদ্দকর মদ্দন রদ্দয়দ্দে অনয একটা িযাপার । কস তার গল্পটায় একটু িট পাকাদ্দত চায় । একটু জিপদ্দদ কফলদ্দত চায় মাস্টারদ্দক । তাই একজদন কদখা কগদ্দলা, হুট কদ্দর মাস্টাদ্দরর দরিায় কড়া নাড়দ্দলা এক ভেদ্দলাক । মাথায় িযাট, কচাদ্দখ সানগ্লাস । পরদ্দন সাদা শ্াটঘ, লাল টাই, কাদ্দলা পযান্ট আর কাদ্দলা ওভারদ্দকাট-- রীজতমদ্দতা শ্ক্তীশ্ালী ককাদ্দনা সংস্থার উচ্চপদস্থ এক এদ্দিদ্দন্টর মদ্দতা । দরিা খুদ্দল তাদ্দক কদদ্দখ কিশ্ খাজনকটা ভড়দ্দক কগদ্দলা মাস্টার । িমকাদ্দলা কপাশ্াদ্দকর এরকম কাউদ্দক কস কখনওই আশ্া কদ্দরজন । িা কদ্দর তাজকদ্দয় রইদ্দলা কিশ্ জকেুক্ষণ । মাস্টাদ্দরর এমন জদদ্দশ্িারা অিস্থা কদদ্দখ জফক কদ্দর কিদ্দস জদদ্দলা কলাকটা; িলদ্দলা,“ আপজন জনশ্চয়ই িারান চে রায়?”
কলাকটার প্রদ্দশ্ন কযদ্দনা সজবত জফদ্দর কপদ্দলা মাস্টার । সম্মজত িাজনদ্দয় িলদ্দলা,“ জি, জকন্তু আপনাদ্দক কতা জচনলাম না ।”
“ আমাদ্দক আপনার কচনার কথা নয় । আজম এক জরসাচঘ কসন্টাদ্দরর এদ্দিন্ট । কিশ্ িড় একটা জরসাচঘ কসন্টার । কদদ্দশ্র িাইদ্দর তার সদর দির । প্রায় প্রজতটা কদদ্দশ্ই কসই জরসাচঘ কসন্টাদ্দরর আমার মদ্দতা জকেু কলাকিন আদ্দে ।”
“ িুেলাম না ।”“ না কিাোর মদ্দতা জক জকেু িললাম?”“ মাদ্দন, এখাদ্দন ককদ্দনা আপজন, অযাুঁ?”
“ আিা, িলজে । তার আদ্দগ জক কভতদ্দর আসদ্দত পাজর? দরিায় দাুঁজড়দ্দয় সি কথা িলা জঠক িদ্দি না । কিাদ্দেন কতা, িাতাদ্দসরও কান আদ্দে ।” কশ্ষ কথাটু কু একদম জনচু স্বদ্দর িলদ্দলা কলাকটা, রিদ্দসযর ভজি কদ্দর ।
“ র্দ্দর জক িাতাস কনই নাজক?” মাস্টারও ধদ্দর কফলদ্দলা কথাটা ।
“ উহু, িাতাস কতা আদ্দেই । জকন্তু কসই িাতাদ্দসর কান কনই ।”
21